সংবাদ রিপোর্ট: কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি,সর্বগ্রাসী দুর্নীতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাভারে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জে অর্ধশত আহত হয়েছেন। এ ছাড়া দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। ২ মার্চ বুধবার বেলা ১১টায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বাসভবন প্রাঙ্গনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে গেলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি রাজালাখ ফার্মের নিকট পৌছলে পুলিশী বাধায় মিছিল পন্ড হয়ে যায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা রাঙ্গাবন নার্সারির সামনে পথ সভার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের বেধড়ক লাঠি চার্চ করে। এ সময় রুহুল কবির রিজভীসহ কেন্দ্রিয় নেতা ডা. সালাউদ্দিন, কেন্দ্রিয় নির্বাহী সদস্য নিপুন রায় চৌধুরী, আলহাজ তমিজ উদ্দিনসহ অর্ধশত নেতাকর্মীগন কর্মীরা বিভিন্ন প্রাইভেটকার যোগে ঘটনাস্থল ত্যাগ করার সময়ে তাদের গাড়ীতেও লাঠি চার্চ করে পুলিশ। পুলিশের লাঠি চার্চে পৌর বিএনপির আহবায়ক খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ অর্ধশত আহত হয়েছেন। এ ছাড়া বিএনপি কর্মীদের ইটপাটকেল বিনিময়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গিয়ে আওয়ামীলীগ জনগনের সাথে প্রতারনা করেছে। রাষ্ট্রীয় গণতন্ত্রকে হত্যা করেছেন,জবাই করেছে। সয়াবিন তেল,চাউল,চিনি,পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য আকাশ ছুয়েছে। তেল মজুদ করছে। মন্ত্রী ,এমপি হওয়ার জন্য তৈল মর্দন করছেন। সিন্ডিকেট বানিয়ে আওয়ামীলীগই ব্যবসার নামে জিনিস পত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দিকে তাদের খেয়াল নেই,তারা বিরোধীদলকে দমনে ব্যস্ত রয়েছেন।
Leave a Reply