1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

সাভারে বাসে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, ২২ ফেব্রুয়ারি বুধবার দিনগত রাতে ধামরাই, রায়েরবাগ ও কদমতলী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গুনপালদি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে হাফিজুল শেখ (৩৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাও থানার ভিটি পরমেশ্বদী গ্রামের তনু মিয়ার ছেলে শফিকুল ইসলাম(২৯), ধামরাই থানার কেলিয়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আমির হোসেন(৩০), ধামরাই এর শাশন গ্রামের হাসেন আলীর ছেলে জাকির হোসেন রাজা (৩৪), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার ডাহিরপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪৭)। এর আগেও এ ঘটনায় জড়িত আরও ২ জন নাসির ও জসিমকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী। ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন—সিদ্দিক হোসেন (৫০), কিসমত আলী (৫৩), হানফি (২৮) ও কালু (৩০)। তাদের সবার বাড়ি মেহেরপুর জেলা গাংনী থানার রামকৃষ্ণপুরে গ্রামে। তারা কোরবানি ঈদকে কেন্দ্র গাবতলীর হাটে গরু বিক্রি করতে গিয়েছিলেন। পুলিশ জানায়, ২০২২ সালের ৮ জুলাই গাবতলী গরুর হাট থেকে গরু বিক্রির ১৯ লাখ টাকা নিয়ে গ্রামের বাড়ি মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন গরু ব্যবসায়ী সিদ্দিক হোসেন (৫০), কিসমত আলী (৫৩), হানফি (২৮) ও কালু (৩০)। এসময় গাবতলী ব্রিজের থেকে সাভার পরিবহনের একটি বাসে উঠেন তারা। পথিমধ্যে বাসটি আমিনবাজার এলাকা পার হলে গেলে যাত্রী বেশে বাসে থাকা ১৩ থেকে ১৪ জনে একটি ডাকাত দল ওই ব্যবসায়ীদের হাত পা ও চোঁখে বেঁধে মারধর করে তাদের কাছে থাকা ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় চলন্ত বাস থেকে তাদের ফেলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে ১৩ জুলাই ভুক্তভোগী গরুর ব্যবসায়ী সিদ্দিক হোসেন বাদী হয়ে অজ্ঞাত ১৩ থেকে ১৪ জনকে আসামী করে সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতবছর সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় ইতোপূর্বে আগে আমরা সেই বাসচালক জসিমকে গ্রেফতার করি। এর আগে একই ঘটনায় নাছির নামে অপর এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আসামীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরো ৫ আসামিকে সেই মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :