সংবাদ রিপোর্ট: মৎস্য সপ্তাহ উপলক্ষে সাভারের বংশী নদীসহ উন্মুক্ত জলাশয় ও বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে দেড়শ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে রুই, কাতল, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় ঢাকা জেলা মৎস কর্মকর্তা, বিএম মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমিসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply