সংবাদ রিপোর্ট: সাভারে অনুমোদনহীন এবং মানহীন একটি প্রসাধনী তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নের্তৃত্বে সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকায় অবস্থিত মোঃ কামরুজ্জামান রিপনের মালিকানাধীন এভার নাইস নামক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, এভার নাইস নামক প্রসাধনী কারখানাটির কোন অনুমোদন নাই। তারা দীর্ঘদিন ধরে বিএসটিআই এর ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী তৈরী করে আসছিলো। এখানে তাদের কোন ল্যাবও নেই, কেমিষ্টও নেই। অনুমোদনহীভাবে কারখানা পরিচালনা করায় প্রতিষ্ঠানটির মালিককে এক লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি সীলগালা করে দেয়া হয়েছে। এছাড়া নিন্মমানের ও ত্বকের জন্য ক্ষতিকারক বিপুল পরিমান প্রসাধনী ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে আগে থেকেই প্রতিষ্ঠানটির মালিক কামরুজ্জামান রিপন গাঁ ঢাকা দিয়েছে। তার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। র্যাবের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকলে বলে জানানো হয়েছে।
Leave a Reply