সংবাদ রিপোর্ট: সাভারে একটি পোশাক কারখানায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এইচআর টেক্সাটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি পালন করছে।শ্রমিকরা জানান, এইচআর টেক্সটাইল লিমিটেডের প্রায় ৫০০০ শ্রমিকের গত জানুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি করে আসছিল কয়েকদিন ধরে। তাদের দাবি না মানায় এবং কারখানা কর্তৃপক্ষ গাফলতি করায় শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান কর্মবিরতি পালন করছে। এ বিষয়ে এইচআর টেক্সটাইল লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকদের এমন করতে কোনো ইস্যু প্রয়োজন হয় না। আমরা শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছি। সেই সঙ্গে তাদের বেতনও দিয়ে দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, কারখানাটিতে বেতন-ভাতা নিয়ে একটু সমস্যা হচ্ছে। কয়েক মাস ধরে কাজ একদম কম এ জন্যই এই সমস্যা তৈরি হয়েছে এমনিতেই বেশিরভাগ কারখানায় কাজ কম তাই বেতন-ভাতা পরিশোধ করতে সমস্যা হচ্ছে। শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী বলেন, শ্রমিকরা জানুয়ারি মাসের বেতনের জন্য কর্মবিরতি পালন করেছে। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার একটি নির্দিষ্ট সময় দিয়ে কারখানার আজকের মত ছুটি ঘোষণা করেছে। পরে শ্রমিকরা যে যার মত বাসায় চলে যায়।
Leave a Reply