সংবাদ রিপোর্ট: সাভারে একটি তৈরি পোশাক কারখানায় মেশিন সরাতে গিয়ে সেই মেশিনের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ মে রবিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী। এর আগে, শনিবার রাতে সাভারের শোভাপুর এলাকায় অবস্থিত কাজী আবেদীন টেক্স লিমিটেড নামক তৈরী পোশাক কারখানায় এ ঘটনা ঘটে৷ নিহত ওই শ্রমিকের নাম তারা মিয়া (৪০)। সে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার মোঃ সিরাজ মিয়ার ছেলে। তারা মিয়া কাজী আবেদীন টেক্স লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করে আসছিলো।স্থানীয়রা জানায়, শনিবার রাতে কারখানার ভিতরে মেশিন সারানোর কাজ চলছিল। এসময় তারা মিয়া সেই কাজে সহযোগীতা করছিলেন। হঠাৎ একটি মেশিন তারা মিয়ার উপরে গিয়ে পলে গুরুতর আহত হন তিনি। এঘটনায় কারখানার অন্যান্য শ্রমিকরা তারা মিয়াকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে জানতে কারখানার কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। এছাড়া কর্মকর্তাদের নাম্বারে ফোন দিয়ে শ্রমিক মৃত্যুর বিষয় জানতে চাইলে কিংবা সাংবাদিক পরিচয় দেয়ার সাথে সাথেই রং নাম্বার বলে ফোন কেটে দেয়। শিল্প পুলিশ-১-এর সাভার জোন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী বলেন, শনিবার রাতে কারখানায় একটি মেশিনের নিচে চাপা পড়ে আহত হয় তারা মিয়া। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এঘটনায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply