সংবাদ রিপোর্ট: সাভারে একটি তৈরি পোশাক কারখনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ৭ মার্চ সোমবার রাত দেড়টার দিকে হেমায়েতপুর এলাকার অবনী ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানানি ফাঁড়ির আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চার ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কারখানা রাতে বন্ধ ছিল। শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply