1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর ও আমিনবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকা ও হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে এসব ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক পাবনা জেলার চাটমোহর থানার মনছুরাপুর গ্রামের আলফোতের ছেলে মামুন শেখ (২৫)। নিহত অপরজন ভারসাম্যহীন ব্যক্তি।

তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় আরিচাগামী অটোরিকশা চালক মামুন শেখকে অজ্ঞাত পরিবহণ চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। অপরদিকে, একই মহাসড়কের হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে ভোর ৫টার দিকে অজ্ঞাত পরিবহণের চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি (২৪) নিহত হন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান জানান, রাতেই হেমায়েতপুর ও আমিনবাজারের দুই ঘটনায় নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, অটোরিকশাচালক মামুন শেখের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে পিবিআইর সহায়তা নেওয়া হচ্ছে। এই দুই ঘটনায় ঘাতক পরিবহণগুলো চিহ্নিত করার করার চেষ্টা চলছে। অন্যদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদুৎ এলাকায় প্রাইভেটকার চাপায় শুনিল চন্দ্র দাশ (২৬) নামের একটি অটোরিকশা চালক গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাবিব ক্লিনিকে ভর্তি রয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :