1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

সাভারে পাগলা কুকুরের কামড়ে ৬৪ জন আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৬৪ জন আহত হয়েছেন। ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাভার পৌর এলাকার রেডিও কলোনি, সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা মহল্লায় ওই কুকুরের কামড়ে ৬৪ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় নিশ্চিত করা যায়নি। কুকুরের কামড়ে আহত শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, আমি আনন্দপুর ভার্কের সামনে এসেছিলাম। হঠাৎ করে একটি কুকুর আমার হাতে কামড়ে ধরে রাখে। পরে কুকুরটিকে কয়েকজন পথচারী আঘাত করলে কুকুরটি আমাকে ছেড়ে দেয়। এরপরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছি। অন্যদিকে লাভলু মিয়া নামে আহত আরেকজন বলেন, একটি পাগলা কুকুর রেডিও কলোনি থেকে মানুষকে কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা এলাকার লোকজনকে কামড়িয়েছে বলে জানান তিনি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, কুকুরের কামড়ে রাত সাড়ে ৯ টা পর্যন্ত ৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :