সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে ট্রাফিক পুলিশ। তাই যানজট নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশ। মতবিনিময় সভায় কিভাবে মহাসড়ক যানজটমুক্ত রাখা যায় সে বিষয়ে কয়েক ঘন্টা আলোচনা করা হয়। ১১ মার্চ শুক্রবার সকালে আশুলিয়ার নবীনগর এলাকায় একটি রেস্তোয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা অংশ গ্রহণ করেন। ট্রাফিক পুলিশ বলছে, গত কয়েক সপ্তাহ ধরে, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন মহামড়কে উন্নয়ন মুলক কাজ হওয়ায় ও যাত্রীবাহী বাস যেখানে সেখানে পার্কিং করায় মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে এসব মহাসড়কে চলাচলরত যাত্রী ও সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহনীয় যানজট ও দুর্ভোগে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। মহাসড়কে একাধিক ট্রাফিক পুলিশ দিন-রাত যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করলেও গাড়ি চালকদের মহাসড়কের যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানোয় যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে মনে করেন যাত্রীরা। তাই মহাসড়ক যানজট মুক্ত রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন ট্রাফিক বিভাগ। এসময় মহাসড়ক যানজট মুক্ত রাখতে সবার সহযোগীতা কামনা করেন তারা। বাস যাত্রীরা জানায়, এসব মহাসড়কে নিত্যদিনের যানজটে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাচ্ছেন গার্মেন্টস শ্রমিকসহ অফিসগামী লোকজন। দ্রুত যানজট নিরসন করতে না পারলে ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলেও মনে করেন তারা। মতবিনিময় সভা ও আলোচনা সভায় এসময় ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিসহ ট্রাফিস বিভাগের সংশ্রিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, মহাসড়কে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করলে তাদেরবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply