1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

সাভারে পরিবহনকে ভ্রাম্যমাণ আদালতের ৭ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা প্রশাসন। এসময় মেয়াদ উত্তীর্ণ, লাইসেন্সবিহীন গাড়ি, বায়ু দূষণ এবং বেআইনিভাবে গাড়ি পার্কিং করায় ১২টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ১২ মার্চ শনিবার দুপুরে মহাসড়কের গেন্ডা ও উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার মডেল থানার মোবাইল টিমের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর সাতটি মামলায় নগদ অর্থদন্ড ৫ হাজার দুইশত টাকা এবং দন্ডিবিধি ১৮৬০ এর পাচটি মামলায় ১ হাজার আটশত টাকা অর্থদন্ড প্রদান কারা হয়। এসময় নীলাচল ও লাব্বাইক পরিবহনসহ ১২টি পরিবহনকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :