1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

সাভারে পরিত্যাক্ত বাড়িতে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষন

  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে চাকরি দেয়ার কথা বলে কৌশলে ত্রিশ বছর বয়সী এক নারীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে দলবদ্ধভাবে ধর্ষন করেছে তিন বখাটে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি (ইন্টেলিজেন্স) মো. আব্দুল্লাহ। এর আগে শনিবার রাতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার একটি পরিত্যাক্ত বাড়িতে ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষন করে তিন বখাটে যুবক। থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে শনিবার রাতে রাজাশন এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে ডেকে নিয়ে যায় তিন যুবক। পরে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা। এসময় ভুক্তভোগী ওই নারী অসুস্থ্য হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষনকারীরা। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে আসেন। এঘটনায় ভুক্তভোগী ওই নারী নারী তিন বখাটে যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। তবে ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকায় আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :