সংবাদ রিপোর্ট: সাভার উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন দুটি ইউনিয়নে। ৫ জানুয়ারী বুধবার পঞ্চম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অসমর্থিত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, বনগাঁও ইউনিয়নে সাইফুল ইসলাম (নৌকা) , পাথালিয়া ইউনিয়ন পারভেজ দেওয়ান (নৌকা) , ইয়ারপুর ইউনিয়ন সৈয়দ আহমেদ ভূঁইয়া ( নৌকা ) , সাভার সদর ইউনিয়নে সোহেল রানা ( নৌকা ), আমিন বাজার ইউনিয়নে রকিব আহমেদ ( নৌকা ), বিরুলিয়া ইউনিয়নে সেলিম মন্ডল ( সতন্ত্র ), আশুলিয়া ইউনিয়নে শাহাবুদ্দিন মাদবর ( নৌকা ), তেঁতুলঝোড়া ইউনিয়নে ফকরুল আলম সমর ( নৌকা, বিনা প্রতিদ্ধিতায় ) ভাকুর্তা ইউনিয়নে হাজ্বী লিয়াকত হোসেন ( নৌকা ), শিমুলিয়া ইউনিয়নে এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ ( নৌকা ), কাউন্দিয়া ইউনিয়নে সাইফুল ইসলাম খান (ঘোড়া) প্রতীককে বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সাভার উপজেলা পরিষদ থেকে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বারদের ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। নির্বাচিতদের মধ্যে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বলে জানা গেছে।