সংবাদ রিপোর্ট: সাভারে বিউটি আক্তার (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার তেঁতুলঝোড়ার দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিউটি আক্তার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চড়পানাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন। পুলিশ জানায়, সকালে বিউটি আক্তারের ভাড়া বাসার কক্ষে মৃতদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এসময় সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে গলাকাটা মরদেহটি উদ্ধার করে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই এখলাছুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং কারা করেছে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply