সংবাদ রিপোর্ট: সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় বিশ্বাস গার্মেন্টস অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩ জানুয়ারী সোমবার দুপুরে দুদকের সমন্বিত জেলা ১ এর উপ পরিচালক হুমায়ুন কবির এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযোগ রয়েছে, বিশ্বাস গ্রুপের ওই প্রতিষ্ঠানের ৬ কোটি টাকার গ্যাস বিল বাকি রয়েছে। এ অবস্থায় তারা অবৈধভাবে গ্যাসের সংযোগ দিয়ে ব্যবহার করে আসছিল। সোমবারের অভিযানে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ জব্দ করা হয়েছে। অভিযানকালে সাভার তিতাস গ্যাস অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply