সংবাদ রিপোর্ট : সাভারে কোমলমতি শিশুসহ বই প্রেমীদের বই পড়তে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ভাষার মাসে শুরু হয়েছে তেঁতুলঝোড়া বই মেলা ২০২৩। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়াসিল উদ্দিন গণপাঠাগার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলার আয়োজন করেছে। ২০ ফেব্রƒয়ারি সোমবার সকালে বইমেলা উদ্বোধন করা হয়েছে। ৯ দিন ব্যাপী এই বই মেলায় সাভার উপজেলার সকল স্কুল কলেজের বইপ্রেমীরা মেলায় অংশগ্রহন করছেন। সোমবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলার আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফকরুল আলম সমরের সভাপতিত্বে বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।
বইমেলায় শিশুদের শিক্ষামূলক বই, কবিতা, গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরণের বইয়ের অনেক স্টল রয়েছে। নয় দিন ব্যাপি এই বই মেলা প্রতিদিন বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। বই মেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার জীবনি নিয়ে কর্ণার করা হয়েছে। সেখানে মেলায় আসা বই প্রেমীসহ সাধারণ মানুষরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সম্পর্কে, বাংলাদেশের সঠিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে জানতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, সম্মিলিত সাস্কৃতিক জোট (সাভার) ও জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস এসেসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ঢাকা ইউনিলিটি রিপোর্টার্স এসোসিয়েশন (ডুরা) সভাপতি রুহুল আমীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদ আহাম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাগরণী থিয়েটারের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রতিদিন বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্টানের পাশাপাশি থাকবে চিত্রংকন প্রতিযোগীতা, রচনা ও কবিতা আবৃতি, পুতুল নাচ, চলচিত্র প্রদর্শণী, সাপের খেলা, লাঠি খেলা,লাউ খেলাসহ বিভিন্ন প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ।
Leave a Reply