1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

সাভারে তেঁতুলঝোড়ায় চেয়ারম্যানের অভিযানে গাঁজাসহ তরুণী আটক 

  • আপডেট সময় : শনিবার, ২১ মে, ২০২২

সংবাদ রিপোর্ট: মাদকমুক্ত সমাজ গড়তে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর নিজেই মাদক বিরোধী অভিযান শুরু করেছেন। ২১ মে শনিবার দুপুরে তেঁতুলঝোড়া কলেজের উত্তর পাশে, হল-মার্ক গেইট সংলগ্ন একটি ঝোপড়া ঘর থেকে প্রায় ১ কেজি পরিমাণ গাঁজা সহ এক তরুণীকে পুলিশে সোপর্দ করেন তিনি। অভিযান চলাকালে টেনারি ফাড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা মাদক ও ধৃত নারীকে আটক করে থানায় নিয়ে যান। অভিযানে চেয়ারম্যান ফখরুল আলম সমর ছাড়াও এস আই আবু জাফর সিদ্দিকী সহ এলাকার সর্বস্তুরের জনতা অংশ নেন। তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর , ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য সিন্ডিকেট এই রকম ঝোপড়া ঘরের আদলে আস্তানা বানিয়ে তাতে মদ,ইয়াবা সহ মাদকদ্রব্য বেচা-কেনা ও সেবন করে আসছে। এতে একদিকে যেমন এলাকার যুব সমাজ ধ্বঃস হচ্ছে, তেমনি সামাজিক অপরাধও বেড়ে গেছে। তাই এসবের বিরুদ্ধে তিনি পুরো ইউনিয়নকে কাজে লাগিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি আরো জানান- নির্বাচনী ওয়াদা মতে তিনি পুরো তেঁতুলঝোড়া ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছেন। পর্যায়ক্রমে মদ,ইয়াবা সহ সকল প্রকার মাদকের বিরুদ্ধে তিনি লড়াই করে যাবেন। যে কোন মূল্যে তিনি এই ইউনিয়নকে মাদকমুক্ত করবেন। পাশাপাশি সকল প্রকার অপরাধ দমন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের এমন সাহসী অভিযানের প্রশংসা করে এলাকাবাসী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন অসংখ্য সিন্ডিকেট মদ, ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদকের বিক্রি চালিয়ে যাচ্ছে। এ কারণে পুরো এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিনত হতে যাচ্ছিলো। অবশেষে ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের পদক্ষেপ এর ফলে এলাকাটি মাদকমুক্ত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :