সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আরও তিনটি ইউনিটিকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ১৯ মার্চ শনিবার সন্ধ্যা সাতটার দিকে পুরাতন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড কারখানায় আগুন লাগে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল আহাদ জানান, সন্ধ্যায় পুরাতন ডিইপিজেডের ভেতর প্যাকজার কারখানায় আগুনের খবর পান তারা। পরে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। এ সময় সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটকে তলব করা হয়েছে।
Leave a Reply