সংবাদ রিপোর্ট : সাভারের বালিয়ারপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ‘ঠান্ডা-শামীম বাহিনী’ নামের ডাকাত চক্রের প্রধানসহ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুন শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাভারের বলিয়ারপুরে এক অভিযান চালায় তারা। তখন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ‘ঠান্ডা-শামীম বাহিনী’র মূলহোতা মো. শামীম সবদুল ও চক্রের অন্য সদস্যরা। এ সময় শামীমসহ ১১ জনকে র্যাব গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ঠান্ডা-শামীম বাহিনীর মূলহোতা শামীম। তাদের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ আনিসুর ওরফে ঠান্ডা। তাদের নাম অনুসারে বাহিনীর নামকরণ করা হয় ‘ঠান্ডা-শামীম বাহিনী’। এই ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাড়ি, যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও বিভিন্ন গুদামে ডাকাতি করে আসছিল। ডাকাত চক্রের প্রধান শামীম সবদুল ও আনিসুর ওরফে ঠান্ডা ছাড়াও আরো যেসব সদস্য গ্রেপ্তার হয়েছেন সালাউদ্দিন (২৩), ইখতিয়ার উদ্দিন (৩১), সাইফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর সরকার (৪০), সজীব ইসলাম (২৫) জীবন সরকার (৩৪), স্বপন চন্দ্র রায় (২১), মিনহাজুর ইসলাম (২০) ও মাধব চন্দ্র সরকার (২৬)।
Leave a Reply