সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হাড়িয়ে আরেকটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকে থাকা চালকের আসন চুপসে গিয়ে চালক সেখানেই দীর্ঘ সময় আটকে থাকার পর ফায়ার সার্ভিস এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।৫ মার্চ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে লালন পাম্প এলাকায় ইউটার্নে এঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনস্পেক্টর মাহফুজর রহমান বলেন, আমরা সকালে খবর পাই একটি ট্রাক সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরেই আটকা পরে চালক। পরে দ্রুত আমাদের টিম সেখানে গিয়ে তাকে চালকের আসন থেকে বের করা হয়। এঘটনায় শুধু সেই ট্রাক চালকই আহত হয়। তাকে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তিনি আরও বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কে লালন পাম্প এলাকায় ইউটার্নে একটি ট্রাক ঘুরছিলো। এসময় ঢাকা থেকে আসা সিমেন্ট বোঝাই একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে সেই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়৷ এসময় সিমেন্ট বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচকে ভেতরে আটকা পরে চালক। তার নাম-পরিচয় জানা যায়নি।
Leave a Reply