সংবাদ রিপোর্ট: সাভার ‘বিসিক চামড়া শিল্প নগরী’তে ট্যানারী শ্রমিকদেরকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী একটি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ট্যানারীতে কাজ করা স্বল্প আয়ের শ্রমিকদের স্বাস্থ্য পরিক্ষা করে তাদের উপসর্গ অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করেন। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাভার উজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে অবস্থিত ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন সাভার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম। সলিডারিটি সেন্টার- বাংলাদেশ অফিসের সহযোগিতায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প থেকে দুই শতাধিক শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদানের পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষারও ব্যবস্থা করা হয়। এসময় মেডিসিন বিশেষজ্ঞ ও স্কিন বিশেষজ্ঞ ডাক্তারগণ স্বাস্থ্য ক্যাম্পে শ্রমিকদেরকে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করেন। এর আগে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সালমা ট্যানারী লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত উল্লাহ এবং বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের লিগ্যাল কাউন্সিলর এডভোক্যাট সেলিম আহসান খান। প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নয়নের জন্য ট্যানারী মালিক ও শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দ্রুত হাসপাতালপ্রতিষ্ঠা এবং শ্রমিকদের স্বাস্থ্যসেবা উন্নয়নে বিনিয়োগ করা হলে তা পরবর্তীতে মালিকদের কাছেই মুনাফা হিসেবে ফিরে আসবে। তাই সকল কারখানায় শ্রমিকদেরকে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা উপকরণ সরবরাহ সহ উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য তিনি মালিকদের প্রতি অনুরোধ করেন। এছাড়া যতদিন পর্যন্ত চামড়া শিল্প নগরীতে স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল প্রতিষ্ঠা করা না হয় ততদিন নিয়মিত বিরতিতে স্বাস্থ্যক্যাম্প আয়োজনের জন্য আয়োজকদের প্রতিও আহবান জানিয়েছেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত উল্লাহ চামড়া শিল্প নগরীতে ৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল স্থাপনের জন্য সরকারের প্রতি আহবান জানান এবং বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য শ্রমিকদের দাবি-দাওয়া সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে ২০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ অনেকদূর এগিয়েছে। সভাপতির বক্তব্যে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ট্যানারী শিল্প ও শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন বাস্তবায়ন সহ শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নিরসনে সরকার, মালিক, বেসরকারি সংস্থাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান।
Leave a Reply