সংবাদ রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বৃহস্পতিবার বিকেলে সাভার পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উত্তর জামসিং কবরস্থান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদি, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, পৌর বিএনপির সহ সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসেন ইউসুফ, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক তারা মিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন উত্তর জামসিং কবরস্থান জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী সিদ্দীক।
Leave a Reply