সংবাদ রিপোর্ট : বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা ও দোয়া মোনাজাতসহ কেক কাটবারমধ্য দিয়ে ঢাকা জলোর সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো সমাজ উন্নয়ন কেন্দ্র( এসইউকে) নামক একটি সামাজিক সংগঠন। ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে দিবসের শুরুতেই সাভার চাইল্ডফেয়ার একাডেমীর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করে সংগঠনটি। র্যালীটি সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড সাভার উচ্চ বালিকা বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাভার চাইল্ডফেয়ার একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমাজউন্নয়ন কেন্দ্র(এসইউকে) এরপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আরটিভি’র স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থতি ছিলেন সাভার পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী নিউটন, সরকারী সাভার কলেজ এর সাবেক অধ্যক্ষ সমীর স্যার, পৌর-আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন যুবরাজ, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষক বাসার স্যার, তাজা খবর এর সম্পাদক সাংবাদিক তপু ঘোষাল, সাভার দক্ষিণপাড়া সমাজ উন্নয়ন কেন্দ্র (এসইউকে) সংঠনের সদস্য ও বশিষ্টি ব্যবসায়ী সুব্রত বনিক, সমাজ সেবক রফকিুল ইসলাম ভূইয়া(বীরু), বশিষ্টি ব্যবসায়ী ফারুক হোসনে, সমাজ সেবক আবুল কাশমে বপ্লিব, সমাজ সেবক মনোরঞ্জন ধর(মনা), সুজন ধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে জাতির জনকের জন্মৃদিন উপলক্ষে ১০ পাউন্ডের একটি কেক কাটাহয়।
Leave a Reply