সংবাদ রিপোর্ট : সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বসে নাশকতার পরিকল্পনাকালে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ১৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার পর গোপন সংবাদ এর ভিত্তিতে সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার সাভার পৌর ছাত্রশিবিরের সভাপতি তানবীর হোসেন শুভ (২৩) ও কোষাধ্যক্ষ মেরাজ হোসেন শুভকে (২২) গ্রেফতার করেছে। এ সময় পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল আজিজসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, নাশকতা উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিল এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ঘটনা সন্ত্রাসের দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
Leave a Reply