সংবাদ রিপোর্ট : সাভার বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল আহমেদ রাজীবের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার ২৮ মে বাদ আসর সাভার পৌর এলাকার গেণ্ডা গাউসুল আজম জামে মসজিদের (ছাপড়া মসজিদ) পাশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা সাইদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে কয়েক’শ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রসঙ্গত, ২০০৪ সালের ২৮ মে ভোরে বিশমাইল এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে খুন হন রাজীব। এ ঘটনায় রাজীবের মা বাদি হয়ে সাভার থানায় মামলা দায়ের করা হলেও তদন্তে কুলকিনারা হয়নি। ঘাতকরা এখনো সনাক্ত হয়নি।
Leave a Reply