1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

সাভারে ছাত্রদলের মিছিল, ছাত্রলীগের শোডাউন

  • আপডেট সময় : শনিবার, ২৮ মে, ২০২২

সংবাদ রিপোর্ট: বিএনপি ও ছাত্রদলের ডাকা কর্মসূচিতে নৈরাজ্য ও নাশকতা রুখতে সাভার ও আশুলিয়ায় মহাসড়কে শোডাউন করেছে ছাত্রলীগ। এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ মে শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটের বেলতলা এলাকা থেকে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মিছিলটি কহিনুর গেইটের সামনে এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পন্ড হয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর আবারও ওই এলাকায় মিছিল করেছেন বলে জানিয়েছেন ঢাকাজেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক তমিজউদ্দিন তমিজ। অন্যদিকে, ২৮ মে শনিবার আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচিতে জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তাদের সাথে আশুলিয়ার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করে আশুলিয়া থানা ছাত্রলীগ। এরআগে আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় সাভারের নবীনগরে এলাকায়। সেখান থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন সাথে আশুলিয়ার বাইশমাইল বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আশুলিয়ার বাইপাইল এলাকায় কর্মসূচির সমাপ্ত করেন নেতাকর্মীরা। অপরদিকে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের নেতৃত্বে মোটরসাইকেল যোগে শোডাউন করে সাভার উপজেলা ছাত্রলীগ। এসময় তারা হেমায়েতপুর বাস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের থানাস্ট্যান্ডে নাশকতা প্রতিরোধে অবস্থান করেন সাভার পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :