সংবাদ রিপোর্ট : সাভারে চাঁদাবাজির মামলায় পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ মার্চ শুক্রবার রাত ৯টারদিকে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ১২ মার্চ শনিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। পুলিশ বাদি হয়ে নজরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৪/১ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৪১/৩/২২। জানা যায়, সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাতের হকার্সদের থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশ বাদি হয়ে নজরুল ইসলামসহ সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে। এরপর শুক্রবার রাতে এসআই পাভেরের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। এ বিষয়ে সাভার পৌর হকার্স লীগের সহ-সভাপতি জাকির হোসেন বলেন, চাঁদাবাজির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। হকার্স লীগের নামে বাসস্ট্যান্ডের ফুটপাতে কোনো চাঁদা তোলা হয় না।
Leave a Reply