1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

সাভারে চাঁদাবাজির ঘটনায় হকার্স লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

  • আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

সংবাদ রিপোর্ট : সাভারে চাঁদাবাজির অভিযোগে হকার্স লীগ ও শ্রমিক লীগের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে বাংলাদেশ হকার্স লীগের সাভার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েলকে আটক করে পুলিশ।

বাংলাদেশ হকার্স লীগের সাভার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক তারেক বীন ওবায়েদ বাদী হয়ে আটক জুয়েল (৪০)কে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে। মামলার অপর আসামীরা হলেন, সাভার উপজেলা শাখা হকার্সলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা (৬৫), বাংলাদেশ হকার্স লীগের সাভার পৌর শাখার সভাপতি নজরুল (৪২), বাংলাদেশ হকার্স লীগের সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর (৫০) ও শ্রমিক লীগ নেতা কবির হোসেন (৩৫)।

 

মামলার এজাহার সূত্রে জানাযায়, ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশে বাটা শো-রুমের সামনে ফুটপাতে বাদী তারেক বীন ওবায়েদের শীতের কাপড়ের দোকানে জুয়েল ৫০০ টাকা দাবি করে। বাদী টাকা দিতে অস্বীকার করলে জুয়েল তাকে বিভিন্ন ধরনের হুমকী দেয়। তখন বাদী তারেক বীন ওবায়েদ তাকে ৫০০ টাকা দিয়ে দেয়। পরে কে বা কারা জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে সাভার থানা এলাকার টহলরত অফিসার সঙ্গীয় ফোর্সসহ আসামী জুয়েলকে হাতেনাতে আটক করে। এ সময় জুয়েলের কাছ থেকে চাঁদাবাজির ৩হাজার ৯৩৫টাকা জব্দ করে। পরে তাকে সাভার মডেল থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক জুয়েল পুলিশকে জানিয়েছে সে কাদের মোল্লা, নজরুল, আতাউর ও কবীরের নির্দেশ ও সহায়তায় টাকা আদায় করে । তাকে আটকের সময় অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে বলেও জানায় সে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :