সংবাদ রিপোর্ট : আবাসিক গ্যাস সংযোগে গ্রাহকদের চাহিদা পত্রের টাকা জমা দেওয়ার দীর্ঘ ছয় বছর পার হলেও এখনো সংযোগ পায়নি গ্রাহকরা। এতে সাভারে গ্যাস অফিসের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা ৷১৬ নভেম্বর মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. সাভার শাখা অফিসের সামনে এ বিক্ষোভ করেন তারা। সাভার তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যান সমিতি ও ভুক্তভোগী গ্রাহকদের উদ্দ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারকে ভুল তথ্য দিয়ে আবাসিক সংযোগ বন্ধ রেখেছে। এতে করে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। শুধু তাই নয় বৈধ সংযোগ না পেয়ে গ্রাহকরা অবৈধ সংযোগের দিকে ঝুঁকছেন। সাভারে বৈধ গ্যাসের চেয়ে অবৈধ সংযোগই বেশি বলে জানান ঠিকাদার সংগঠন। এ সময় বক্তব্য দেন- তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের আহ্বায়ক মো. নুরুল হক, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চার। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- ঠিকাদার মো. নজরুল ইসলাম, মনির হোসেন, হুমায়ুন রশিদ, মোস্তফা কামাল, সারফরাজ হোসেন দীপু, আবু তাহের বাবুল, আশরাফুল আলম খোকন, সবুজ আহমেদ প্রমুখ।
Leave a Reply