সংবাদ রিপোর্ট: সাভারের বনগাঁও ইউনিয়নে এক গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগে মোঃ শাকিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিব একই এলাকার আসলাম মিয়ার ছেলে ও কলেজ শিক্ষার্থী। পুলিশ জানায়, গত বুধবার নগরকোন্ডা এলাকার নিজ বাড়িতে গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন শাকিব। এঘটনার পর ভুক্তভোগী ওই গৃহবধু মানসিক ভাবে ভেঙে পড়েন। পরে পরিবারের সহায়তায় শাকিবকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং বৃহষ্পতিবার রাতেই নগরকোন্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক শাকিবকে গ্রেপ্তার করে। সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত কলেজ শিক্ষার্থী শাকিবকে ধর্ষন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
Leave a Reply