সংবাদ রিপোর্ট: সাভারে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ছয়জন ব্যক্তিকে বিশ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কারাদন্ড প্রদান করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার। পুলিশ জানায়, ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো ছয় জন ব্যক্তি। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে মানুন (২৫), ফোরকান (৫০), আহমতুল (২৪), জাফর (৩০), বাপ্পী (২৫) ও তনময়কে (৩০) বিশ দিন করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার। সেই সাথে ছয় জনকে একশত করে ছয় শত নগদ টাকাও জরিমানা করা হয়। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। সাজা প্রাপ্তদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
Leave a Reply