সংবাদ রিপোর্ট : সাভারে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার খামারের রাখালকে বেঁধে মারধর করে ছয়টি গাভি ডাকাতির ঘটনা ঘটেছে। পৌরসভার রাজাশন ঘাষমহল এলাকায় সোয়াদ ডেইরি ফার্মে ২২ নভেম্বর মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। খামারটির ম্যানেজার আব্দুল খালেক বলেন, ‘রাইত সাড়ে ৪টার দিকে ১০-১২ জন ডাকাত ফার্মের মেইন দরজার তালা কাইটা ভেতরে ঢুকছে। গাড়ি দাঁড় করায় রাখছিল ফার্মের সামনের রাস্তায়। পরে ফার্মের রাখাল মোজাফফররে মাইরধর কইরা হাত-পা বাঁইধা ছয়টা গরু নিয়া গেছে ডাকাতরা। আর সকালে আইসা দেখি তিনটা গরু আইসা ফার্মের পাশে জঙ্গলে ঘাস খাইতাছে। পরে গিয়া রাখালের হাত-পা খুলে দিলে সে বিস্তারিত জানায়।’ আ.লীগ নেতার খামারে ডাকাতি, নিয়ে গেছে বিদেশি ৬ গাভি তিনি আরও জানান, অস্ট্রেলিয়ান সিন্ধি প্রজাতির ৯টি গাভি ছিল খামারে, যার ছয়টিই নিয়ে গেছে ডাকাতরা। ছয়টি গাভির দাম প্রায় ৮ লাখ টাকা। খামারের স্বত্বাধিকারী আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন সকালে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শুনছি আমার খামারের রাখালরে মারধর করে বাইন্ধা রাইখা গরু নিয়া গেছে। তবে কয়টা গরু নিছে, সেটা ম্যানেজার বলতে পারব।’ স্থানীয়রা জানিয়েছেন, ওই ফার্মের চারটি গরু আগেও চুরি হয়েছে। ওই স্পটে প্রায়রাতে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রতিকার নেই। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, ‘ঘটনা আমার জানা নেই। তবে আমি বিষয়টি দেখছি।’
Leave a Reply