1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

সাভারে কামরুল ইসলামকে আ. লীগের সংবর্ধনা 

  • আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

সংবাদ রিপোর্ট : সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সাভার উপজেলা আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজি আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্যা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রমুখ। বক্তারা কামরুল ইসলামকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সংবর্ধনার জবাবে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ জনগনের কল্যাণে কাজ করে বলেই মানুষ নৌকায় ভোট দেয়। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। ডা. এনামুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ^ দরবারে প্রশংসিত, উন্নয়নের রোল মডেল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :