সংবাদ রিপোর্ট: সাভারে কাভার্ডভ্যানচাপায় মাইক্রোবাসের যাত্রী মেহেদী হাসান পারভেজ (২৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। ১৭ এপ্রিল রবিবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজার সামনে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ‘ওয়াইপি আশুলিয়া’ নামের একটি ক্যাপ তৈরি কারখানার অ্যাডমিন অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশনের স্থায়ী বাসিন্দা। তবে তার জন্মস্থান বরিশাল বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ওই মাইক্রোবাসটি উল্টোপথে ফুলবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছিলো। সাভারের পাকিজার সামনে পৌঁছলে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে চাপ দেয়। এসময় মাইক্রোবাসটি ডানপাশের আইল্যান্ড ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়লে মেহেদী হাসান পারভেজ নিহত হন। এসময় আরও দুইজন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply