সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় নূর ইসলাম (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান জব্দ করে সাভার হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুর পৌণে ১২ টারদিকে সাভারের ওলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন খামার মধুবনপুর গ্রামের শুকুমদ্দিনের ছেলে। তিনি সাভারের উলাইল এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।নিহতের ভাই জাহাঙ্গীর আলম জানান, তার ভাই উলাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে হেটে বাসায় যাচ্ছিল। এসময় হঠাৎ পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিঃ এর একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো অ ১১-০৪১০) তার ভাইকে পেছেন ধাক্কা দেয়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এছাড়া মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Leave a Reply