সংবাদ ডেক্স : নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী। ২৭ বছরে পদার্পন উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।
১৫ জুলাই শনিবার সাভার উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে উপজেলা হলরুমে কেক কেটে ২৭ বছরে পদার্পন উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এটিএন বাংলার ঢাকা জেলা প্রতিনিধি শেখ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা, এনটিভির সিনিয়র স্টাফ করসপনডেন্ট জাহিদুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেহেনা পারভীনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্লোবাল টিভির সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানি।