সংবাদ রিপোর্ট: সাভারে ইস্টার্ন ইউনিভাসির্টিতে ২০ মার্চ রবিবার দুই গ্রুপ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর ২১ মার্চ সোমবার পরিস্থিতি স্বাভাবিক ছিল। রবিবার দুপুরে বিরুলিয়া এলাকায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত চার শিক্ষার্থী আহত হয়। গুরুতর দুই শিক্ষার্থীকে স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে ওই ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের এক শিক্ষার্থী দশম সেমিস্টারের অপর শিক্ষার্থীকে ‘এই এদিকে আস’ বলে ডাক দিলে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় সংঘর্ষে অন্তত চার জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে গুরুতর দুইজনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় ইউনিভার্সিটির প্রক্টর মনিরুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
Leave a Reply