সংবাদ রিপোর্ট : সাভারে ৩’শ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ আলম খান(৩৮) ও আতিক সরদার (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ২৩ জুলাই রবিবার সকালে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন।এরআগে শনিবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার থেকে আটক করে পুলিশ। আটকৃত আলম খান সাভারের পৌর এলাকার আইচা নোয়াদ্দা মহল্লার আলীম উদ্দিন খানের ছেলে ও আতিক সরদার নওঁগা জেলার রানীনগর থানার শিমলা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।সে সাভার পৌর এলাকায় তালবাগ মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন। এবিষয়ে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।এসময় তাদের তল্লাশি করে আলম নামে এক মাদক বিক্রেতা থেকে ২’শ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন এবং আতিক নামে অপর মাদক বিক্রেতা থেকে লুকানো অবস্থায় ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওইকর্মকর্তা ।
Leave a Reply