সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজারে একটি ইট ভাটায় অভিযান চালিয়েছে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার। ১ ডিসেম্বর রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এ সময় আমিনবাজার চাঁনপুর মেসার্স এইচএমবি ইট ভাটাটি গুড়িয়ে দেয়া হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার জানান, মেসার্স এইচএমবি ইট ভাটাটি লোকালয়ের সন্নিকটে এবং এর মালিক পক্ষ ভাটাটির কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় অপরাধে অবৈধ ভাটাটি গুড়িয়ে দেয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন। অভিযানে এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর ও সাভার উপজেলা আমিনবাজার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাসেদ সাত্তারসহ সাভার মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিলেন।
Leave a Reply