বিশেষ প্রতিনিধি : সাভারের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টিতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তারা ভোট চাইছেন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে। এদের নিয়ে দুশচিন্তায় পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। তবে, কেন্দ্রের সিদ্ধান্তে তাদেরকে আজীবনের জন্য বহিস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। এরমধ্যে বিদ্রোহীদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে বহিস্কারের সুপারিশ জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠানোর খবর পাওয়া গেছে।
শিমুলিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ, পাথালিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, বনগাঁয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভাকুর্তায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি লিয়াকত হোসেন, কাউন্দিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেশের আলী, আমিনবাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিব উদ্দিন। এদের বাইরে শিমুলিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য, সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবর (আশুলিয়া ইউনিনে প্রার্থী), বনগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, ভাকুর্তায় উপজেলা আওয়ামী লীগের সদস্য, বর্তমান চেয়ারম্যান হাজি আনোয়ার হোসেন, কাউন্দিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত মনোনয়ন না পেয়ে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সাভার সদর ইউনিয়নে নৌকার প্রার্থী সোহেল রানার বিরুদ্ধে লড়ছেন জাতীয় শ্রমিক লীগ সাভার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আওয়াল, বিরুলিয়ায় সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার থানা যুবলীগের বহিস্কৃত সভাপতি সেলিম মন্ডল এবং আমিনবাজারে রকিব উদ্দিনের বিরুদ্ধে যুবলীগ নেতা পরিচয়দানকারী রাজু আহমেদ শ্যামল প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিদ্রোহীদের প্রসঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেছেন, কেন্দ্রের সিদ্ধান্তÍ মতোবেক দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা সরাসরি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে কোনো জায়গা নেই, কেউ বিধি বা গঠনতন্ত্রের বাইরে নয়। বুধবার উপজেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিদ্রোহীদের অব্যহতি দিয়ে বহিস্কারের আজীবনের জন্য সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, বিদ্রোহীরা আর কখনো আওয়ামী লীগ করার অধিকার রাখবে না।
আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন বলেছেন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সোমবার আশুলিয়া আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে বহিস্কারর সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে। পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিন মাদবরকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। পাথালিয়া ও শিমুলিয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নৌকার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তারা আওয়ামী লীগ করার অধিকার হারিয়েছেন।
প্রসঙ্গত, আগামি ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনের নির্ধারিত দিনে সাভারের ১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
Leave a Reply