সংবাদ রিপোর্ট: সাভারের ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে প্রচারণা চলছে পুরোদমে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাংগঠনিকভাবেও চলছে জনসংযোগ ও প্রচারণা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সাভার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানার পক্ষে রবিবার
নৌকা প্রতীকে ভোট চেয়ে পথসভা এবং জনসংযোগ করেন সাভার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২৬ ডিসেম্বর রবিবার বিকেলে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ। নেতৃবৃন্দ যেকোনো মূল্যে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। এসময় তারা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান জানান।
Leave a Reply