সংবাদ রিপোর্ট: সাভারে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন। ১৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে এ ঘটনা ঘটে। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের আয়োজনে অনুষ্ঠিত র্যালী শেষে তাদের দুই গ্রুপের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে দুপক্ষের সংঘর্ষের ২৫ সেকেন্ডের একটি ভিডিও হাতে আসে। এতে দেখা যায় প্রথমে এক ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করছেন। পরে সেখান আরও কয়েকজন যোগ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত একটি অনুষ্ঠান সফল করার জন্য দুপুর থেকে যুবলীগের নেতাকর্মীরা সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে জমায়েত হতে থাকেন। র্যালী শেষে কথা কাটাকাটি হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা বলেন, আমরা দূর থেকে দেখেছি বেশ কয়েকজন মারামারি করছে। মারামারি হওয়ার কারণে খুব ভিড় সৃষ্টি হয়। এজন্য সামনে যাইনি। তবে মারামারির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল বলেন, আমি সর্বজনীন। আমি গ্রুপে বিশ্বাসী নই। আমি তো সেখানে ছিলাম। এমন ঘটনা তো চোখে পড়েনি।
Leave a Reply