সংবাদ রিপোর্ট: সাভারে ছুরিকাঘাতে আলোকচিত্রী কৃষ্ণ সরকার হত্যা মামলার দ্বিতীয় আসামি শফিউল বাশার ওরফে সেপাল বাশার গিট্টুকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ৬ জুন সোমবার দুপুরে গ্রেপ্তার সেপাল বাশার ওরফে গিট্টুকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শাহারিয়ার। এর আগে ৬ জুন সোমবার ভোররাতে শরীয়তপুরের ডামুড্যা থানার বড় নওগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিউল বাশার ওরফে সেপাল বাশার ওরফে গিট্টু শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বড় নওগাঁও এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে। তিনি কৃষ্ণ সরকার হত্যা মামলার দ্বিতীয় আসামি।পুলিশ জানায়, গত ৩০ মে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার আরাপাড়া জমিদার বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষ্ণকে ছুরিকাঘাত করে আসামিরা। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল অ্যান্ড কলেজে ভর্তি করা হলে গত ১ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে চিহ্নিত মাদকাসক্ত নয়নসহ ৪ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শাহারিয়ার বলেন, মামলা দায়েরের পর থেকে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলামের নির্দেশে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শরিয়তপুর জেলায় অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply