সংবাদ রিপোর্ট : সারাদেশে অসহায় ও দূস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ শুরু করেছে বিজিবি।তারই ধারাবাহিকতায় সোমবার ১০ জানুয়ারি সকাল ১০ টায় সাভারের অধরচন্দ্র স্কুল মাঠপ্রাঙ্গনে প্রায় ৬০০ শীতার্তকে এ কম্বল বিতরণ করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হাসান টিটু।
শীতার্তদের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) নিজস্ব অর্থায়নে এ আয়োজন করে।বিতরণের সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ ও বিজিবি সদস্যবৃন্দ।
স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ভাবে সবাইকে কম্বল বিতরণ করেছেন বিজিবি সদস্যরা। কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাভারের শীতার্তরা।
বিজিবি ৫ এর পরিচালক ফেরদৌস হাসান টিটু বলেন, জনগণের যে কোন প্রয়োজনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা প্রতিবছরই বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবারও আমরা শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের সাথে একাত্বতা প্রকাশ করে পাশে দাঁড়িয়েছি। আমরা অতিতেও জনগনের পাসে ছিলাম এখনো আছি এবং থাকবো।
Leave a Reply