সংবাদ রিপোর্ট: সাভারে দুটি অবৈধ ইটভাটা ও ৫টি শিসা গালানোর কারখানায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ২৩ নভেম্বর বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাভারের তেঁঁতুলঝোড়া ইউনিয়নের মেইটা এলাকার এমবিএম ব্রিকসকে পাঁচ লাখ টাকা এবং একেএম ব্রিকসকে পাঁচ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বায়ু দূষনকারী অবৈধ ইটভাটা দুটির চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া আমিনবাজার সালেহপুর এলাকার অবস্থিত পাঁচটি অবৈধ ব্যাটারী গালানোর কারখানা গুড়িয়ে দেয়ার পাশাপাশি জব্দ করা হয় শিসা ও শিসা গালানোর বিভিন্ন সরঞ্জামাদি। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এর নের্তৃত্বে পরিচালিত অভিযানে অংশগ্রহন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম, ল্যাব এটেন্ডেন্ট সবুজ হোসেন প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও বায়ু দুষনকারী এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ অভিযান পরিচালনা করা হবে।