সংবাদ রিপোর্ট: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাভারে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সাভারে বনোগ্রাম এলাকায় বাবুল ব্যাপারীর নেতৃত্বে অবৈধভাবে কৃষি উর্বর জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১২ এপ্রিল মঙ্গলবার সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বনোগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন। এ সময় অবৈধভাবে মাটি বিক্রয় করার কারণে একজনকে হাতে নাতে আটক করে দুই লক্ষ টাকা জরিমানা করা সহ অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি এক্সেভেটর এবং ৮ টি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন বলেন, অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদ এর ভিত্তিতে অভিমানের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে হাতেনাতে আটক করে ২লক্ষ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি এক্সেভেটর ও ৮টি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত এক্সেভেটর ও ট্রাক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পুলিশের যৌথ জিম্মায় দেয়া হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply