1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

সাভারের সঙ্গে হবিগঞ্জের আত্মীয়তা করতে এসেছি : ব্যারিস্টার সুমন

  • আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সংবাদ রিপোর্ট: ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, সাভারে শুধু ফুটবল খেলতে আসিনি। সাভারের সঙ্গে হবিগঞ্জের আত্মীয়তা করতে এসেছি। সাভারবাসী যে ভালোবাসা দেখিয়েছে আমি হবিগঞ্জে গিয়ে বলব, সুযোগ থাকলে সাভারে একটা ছেলে অথবা মেয়েকে বিয়ে দিবেন, সুখে থাকবে। আপনাদের নেতা-কর্মীদের আমার পছন্দ হয়েছে। এরকম নেতা-কর্মী থাকলে আমি হবিগঞ্জ থেকে যুদ্ধ ঘোষণা করতাম। ২১ জুলাই শুক্রবার বিকেলে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে ওয়াসিল উদ্দিন স্মৃতি ফুটবল ম্যাচ-২০২৩ শেষে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, আমি আপনাদের একটি কথা বলতে এসেছি। ৪৩ বছর বয়সে যদি হবিগঞ্জ থেকে আমি উঠে আসতে পারি, আপনারা কেন পারবেন না। বিশ্বাস রাখেন, যদি সততা থাকে তাহলে আপনারাও পারবেন। আপনারা তো সাভারের সন্তান, আপনারা চাইলে দেশের নেতৃত্ব দিতে পারবেন। ঢাকার চেয়ে কোনো অংশেই কম নন আপনারা। আপনাদের ফুটবল খেলোয়াড়রা আজকে দেখিয়ে দিয়েছে। তারা বলছে পীরের মার শেষ রাতে, তা তারা দেখিয়েছে। ঠিকই শেষ মিনিটে গোল দিয়েছে।
প্রধান অতিথিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, মাঠটা খেলার উপযোগী না। মাঠটিকে খেলার উপযোগী করার অনুরোধ জানাই। তিনি ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। উল্লেখ্য, বিকেল ৫টা ৫ মিনিটে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় শফিক ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে ব্যারিস্টার সুমন একাডেমি এক গোলে এগিয়ে যায়। তবে খেলার শেষ মিনিটে গোল পরিশোধ করে শফিক ফুটবল একাডেমি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :