সংবাদ রিপোর্ট: এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সাভারের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে বিনামূল্যে যাবতীয় চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ২৭ মার্চ রবিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডলের আয়োজনে সাভারের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। ডা. এনামুর রহমান বলেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমরা ঋণী। রক্তের ঋণ শোধ করা যায় না। তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে আমি তাদের চিকিৎসা ফ্রি করে দিয়েছি। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আমার এনাম মেডিকেলের দরজা সব সময় খোলা রয়েছে। এর আগেও আমি এই ঘোষণা দিয়েছিলাম। কিন্তু দুই-একজন ছাড়া মুক্তিযোদ্ধারা হাসপাতালে আসেননি। আমি চাই এখন থেকে সাভারের সব মুক্তিযোদ্ধা ও তার পরিবার হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা নেবেন। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর একটি আঙুলের ইশারায় নিজের জীবন বাজি রেখেছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ভাবেন। প্রধানমন্ত্রীর অবদানে মুক্তিযোদ্ধাদের জন্য সাভার মডেল মসজিদের পেছনে নির্মাণ করা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। সেখানে মুক্তিযোদ্ধারা আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এছাড়া সারাদেশে নির্মাণ করা হচ্ছে বীর নিবাস। যেখানে মুক্তিযোদ্ধারা শান্তিতে বসবাস করবেন। ডা. এনামুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা আমির মোল্লা যখন মুক্তিযুদ্ধের কথা বলছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আমার মনে হয়েছে আমি মুক্তিযুদ্ধের সে সময়ে ফিরে গিয়েছি। তার বক্তব্যে আমি দেশের প্রতি যে টান, যে ভালোবাসা দেখেছি, সেই ভালোবাসা এখন পাওয়া যায় না। তাদের আমরা সম্মান জানাই। আগামী অনুষ্ঠানগুলোতে সম্মানিত মুক্তিযোদ্ধাদের নিয়মিতভাবে দাওয়াত দেওয়ার অনুরোধ করছি। বিভিন্ন আয়োজনে তাদের কথা শুনে অনেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আমির হোসেন মোল্লা বলেন, আমি বিরুলিয়া ইউনিয়নের সন্তান না হলেও বিরুলিয়াতে অনেকগুলো সম্মুখযুদ্ধে অংশ নিয়েছি। বিরুলিয়ার মানুষ আমাদের আশ্রয় দিয়েছিল। বিরুলিয়ার প্রতি আমার আলাদা টান থাকে সবসময়। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু বলেন, ৭০ জন মুক্তিযোদ্ধা নিয়ে আমরা বিরুলিয়ার বিভিন্ন বাড়িতে আশ্রয় নিই। সেখান থেকে আমরা সম্মুখযুদ্ধে অংশ নেই। আজ সেই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে আমি গর্বিত। অতীতে বিরুলিয়ায় এমন আয়োজন করা হয়নি। এ ধরনের আয়োজন করায় আয়োজকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠান শেষে বিরুলিয়ার ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন কামাল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিম মোক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply