1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

সম্মানজনক বিদায় সংবর্ধনা পেলেন এসআই রশিদ মিয়া

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভার থানায় দীর্ঘদিন দায়িত্বপালনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) রশিদ মিয়ার পিআরএল-এ যাওয়ায় এক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় সাভার মডেল থানা ভবনের মিলনায়তনে অবসরে যাওয়া এসআই রশিদ মিয়ার সম্মানে পিআরএল-এ অনুষ্ঠানের আয়োজন করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আল আমিন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহিল কাফি। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম।

সভায় বক্তারা ৪৯ বছরের কর্মব্যস্ত চাকুরি জীবন শেষে অবসর আসবেই মন্তব্য করে বলেন, উপ-পরিদর্শক রশিদ মিয়া

ছিলেন একজন সাহসী ও পরিশ্রমি অফিসার। পুলিশের এই কর্মকর্তা চাকুরী জীবনে তার ভালো কাজের মাধ্যমে পুলিশের জন্য সুনাম বয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন উল্লেখ করে অবসর জীবনে তিনি যেনো সুস্থ থাকেন সেই কামনা করা হয়।

অনুষ্ঠানে সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে এসআই রশিদ মিয়াসহ তার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট ও প্রীতি উপহার তুলে দেন অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম। রাতে সবাইকে নিয়ে সান্ধ্যকালীন ভোজের পর ওসির নির্দেশে এস আই পাভেল মোল্লা, আব্দুল কুদ্দুস ও মোছা: শিউলি খানমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে সহ তার পরিবারের সদস্যদের পুলিশের গাড়িতে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।

এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক( ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সশস্ত্র পুলিশ পরিদর্শক এন্তাজ আলীসহ সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপ-পরিদর্শক রশিদ মিয়া রংপুর কালেক্টরি মাঠে ছয় মাসের প্রশিক্ষণ শেষে প্রথম কনস্টেবল পদে কর্মজীবন শুরু করেন ময়মনসিংহ পুলিশ লাইন্সে। এরপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে পদোন্নতি পেয়ে সর্বশেষ সাভার মডেল থানা থেকে অবসরে গেলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :