1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

শীঘ্রই উচ্ছেদ করা হবে দখল হয়ে যাওয়া নদীর পাড় : সাভারে ঢাকা জেলা প্রশাসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

সংবাদ রিপোর্ট : ঢাকা জেলার বিভিন্ন জায়গায় দখল হয়ে যাওয়া নদীর পাড়ে খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে সমাজের অসহায় দুস্থ্য ও প্রতিন্ধিদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম এসময় আরও বলেন, নদী দখলকারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদের খুব দ্রুতই উচ্ছেদ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কোন ব্যক্তি যদি ফসলী জমি নষ্ট করে ইটভাটা নির্মাণ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সাভার উপজেলায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এছাড়াও সাভার মডেল থানায় একটি অনুষ্ঠানে যোগ দান করেন। এছাড়াও তিনি আশুলিয়ায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করেন। এসময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :